Google translate english to bangla | ইংরেজি লেখাকে বাংলা এবং বাংলা লেখাকে ইংরেজিতে পরিনত করুন।

Google translate English to bangla, Bangla to english।

আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশের নাগরিক সেই হিসেবে আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভালো বলতে পারি, প্রয়োজনের তাগিতে মাঝে মধ্যে ইংরেজি প্রয়োজন যেমন : শিক্ষা জন্য, বিদেশি মানুষের সাথে কথা বলার জন্য, চাকুরীতে, freelancing এ, ব্যবসার ক্ষেত্রে এবং আরও অনেক জায়গায় ইংরেজি ভাষার ব্যবহার রয়েছে।

বর্তমানে ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা। তাই ইংরেজি ভাষা জানা গুরুত্বপূর্ণ।

বর্তমানে আপনি যদি ইংরেজি অল্প পারেন এবং ভালো ভাবে শিখার জন্য একটি app রয়েছে Google translator Bangla to english,  English to bangla এছাড়াও আর অনেক ভাষা রয়েছে। আমাদের প্রয়োজন ইংরেজি। so আমরা ইংরেজি ভালো ভাবে শিখার ও বলার জন্য practice করব এই Google translator english to bangla app এর মাধ্যেমে।

Google translator english to bangla app download

বর্তমানে ডাউনলোডের সংখ্যা কোটির ও বেশি। ডাউনলোড করতে আপনার মোবাইলের play store open করে search করবেন Google translator এবং ডাউনলোড করে install করবেন।

app টি download করার পর google translator english to bangla app টি open করুন এবং ভাষা প্রথমে Bangla select করুন।

এরপর নিচে English ভাষা select করো।

বাংলা ভাষা সিলেক্ট করার ওখানে বাংলা লিখুন এবং নিচে অটোমেটিক ভাবে ইংরেজিতে translation হয়ে যাবে। এবং আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে।

Offline এ Google translator english to bangla ব্যবহার করার নিয়ম

Google translator english to bangla offline এ ব্যবহার করার জন্য app টি ওপেন করে। উপরের এক সাইডে তিনটি ড্যাস লাইন আছে ওখানে ক্লিক করুন, এবং নিচে option আছে offline translator এখানে ক্লিক করে বাংলা ক্লিক করো এবং ভাষা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে তুমি ইন্টারনেট ছাড়াও google translator english to bangla app টি ব্যবহার করতে পারবে। এবং ইংরেজি ভাষাতে তুমি আরও দক্ষতা অর্জন করতে পারবে।

Google translator english to bangla, bangla to english app এর মাধ্যেমে ইংরেজিতে কথা বলা ও দক্ষতা অর্জন করতে কোথাও বুঝতে না পারলে অথবা কোন প্রশ্ন থাকলে তুমি কমেন্ট করো আমি তোমার কমেন্ট অথবা প্রশ্নের উত্তর দিব।

Tw3press

My name is Masudur Chowdhury I'm an Management and Engineering Consultant with more than 7 years of experience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *