মানব দেহ সম্পর্কে অজানা সব তথ্য। Unknown fact about human body

পৃথিবীর সবথেকে আশ্চর্য জিনিসের মধ্যে মানব দেহ অন্যতম। কেননা বিজ্ঞানীদের মতে মানুষ এখন পর্যন্ত মানব দেহ সম্পর্কে শুধু 5% রহস্য জানতে পেরেছে। তারমানে এখনো মানবদেহের প্রায় 95% তথ্য মানুষের অজানা।

এই ধরুন স্প্যাম। স্প্যাম মানবদেহের এমন একটি উপাদান যা জমা হবার মতো কোনও জায়গা নেই। যা মুহূর্তের মধ্যে মানবদেহের বিশুদ্ধ রক্ত থেকে তৈরি ও নির্গত হয়। খুবই আশ্চর্যের ব্যাপার হলো যে রক্তমাংসে গড়া আমাদের এই দেহ জুড়ে ছড়িয়ে আছে এমন সব তথ্য। যা শুনলে আমরা অবাক না হয়ে পারি না।

বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করছেন। মানব দেহ নিয়ে এবং একসময় বেরিয়ে আসছে অজানা সব তথ্য। যা পুরো বিশ্বকে অবাক করে দেয়।

চলুন জেনে নেয়া যাক মানবদেহের কিছু বিস্ময়কর অজানা ও মজার তথ্য

স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে

  1. আমাদের কিডনির মধ্যে প্রতিদিন 180 লিটার জলীয় পদার্থ প্রবেশ করে। সেটা থেকে শতকরা 99 ভাগ পানি পরিশুদ্ধ হয়ে আবার মানুষের দেহে ব্যবহৃত হয়। আর মাত্র একভাগ পানি প্রস্রাবের আকারে বের হয়ে যায়।
  2. মানুষের হৃদপিণ্ড কিন্তু খুবই কার্যকর প্রতি মিনিটে এটি 5 থেকে 6 মিটার রক্ত পাম্প করে। দেহের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়। অর্থাৎ প্রতিদিন এই যন্ত্রটি আমাদের দেহের প্রায় 8 হাজার মিটার রক্ত পাম্প করে।
  3. একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে 7 বার পেঁচানো যাবে।
  4. আমাদের মস্তিষ্ক প্রায় 10,000 টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে। তাই মানুষের মস্তিষ্ক সারা পৃথিবীর সবথেকে শক্তিশালী। সুপার কম্পিউটারের থেকে বহু গুণ শক্তিশালী।
  5. আমাদের দেহের সবচেয়ে বড় হার হল পাঁজরের হাড়। আর আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় কানের হাড়।
  6. মানুষের মাথার খুলি বিভিন্ন রকমের 26 টি হাড় দিয়ে তৈরি।
  7. দেহে ও মনে যখন অনুভুতি আসে তখন তা মস্তিষ্কে পৌঁছতে 0.1 সেকেন্ড সময় লাগে।
  8. মানুষের শরীরের রক্তের লবণের পরিমাণ একটি সাগরে থাকা লবণের সমান। ভাবছেন এইটা আবার কিভাবে সম্ভব আসলে মানবদেহের একটি বড় অংশই লবণ যা প্রতিনিয়ত ও তৈরি হতে থাকে।
  9. মানবদেহের রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা 250 কোটি এবং এরা মাত্র 12 ঘন্টা বেঁচে থাকে। অর্থাৎ শ্বেত রক্তকণিকা গুলো প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং 12 ঘণ্টার মধ্যেই তা নষ্ট হচ্ছে।
  10. একজন মানুষের দেহে রক্তের পরিমাণ তার দেহের ওজনের 13 ভাগের এক ভাগ।
  11. শরীরের কিডনি 24 ঘন্টায় ১৭০০ লিটার রক্ত পরিশোধিত করে একই সাথে 24 ঘন্টায় প্রায় 180 লিটার মূত্র সৃষ্টি করে।
  12. প্রত্যেক কিডনিতে 10 লক্ষ নেফ্রন থাকে। নেফ্রন রক্ত পরিশোধনের জন্য ছাক্নির মত কাজ করে।
  13. কখনও কি ভেবেছেন আমাদের চোখের উপর ভ্রুতে 500 টি লম আছে।
  14. অবিশ্বাস্য হলেও সত্য যে আমরা যখন হাছি দেই তখন আমাদের শরীরের ভেতর সমস্ত ধরনের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবিট থেমে যায়।
  15. চোখ খোলা রেখে মানুষ কখনোই হাঁচি দিতে পারে না। কারণ এটা অসম্ভব।
  16. একজন মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে 20 বর্গফুট।
  17. মানুষের মুখ থেকে পেটে খাওয়ার যেতে সময় লাগে মাত্র 7 সেকেন্ড।
  18. আমাদের চোখের একটি পাপড়ি 150 দিন বেঁচে থাকে। এরপর নিজ থেকেই ঝরে পড়ে।
  19. একজন মানুষ সারা জীবনে 40 হাজার লিটার মূত্র ত্যাগ করে।
  20. মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে প্রায় 7 টি বড় জাতের কেক তৈরি সম্ভব।
  21. যখন মানুষ কোন কারণে লজ্জা পায়। তখন দেহের পাকস্থলী ও লজ্জা পায়, ফলে দেহের স্নায়ুবিক পরিবর্তনের ফলে দেহের উপর প্রভাব পড়ে।
  22. একজন মানুষের শরীরের হাড় জমাট বাঁধা কংক্রিট এর চেয়ে অনেক বেশী শক্ত।
  23. ছোট শিশুদের জন্য বসন্তকাল টা অনেক গুরুত্বপূর্ণ। কারণ তারা বসন্তকাল সময়ে সবচেয়ে বেশি বেড়ে ওঠে।
  24. পুরুষদের থেকে মহিলারা প্রতিদিন বেশি চুল হারায়। প্রতিদিন পুরুষরা হারায় 40 টার মত চুল। আর মহিলারা হারান 70 টার মত চুল।
  25. স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন। Thanks Tiptop Bangla

 

Tw3press

My name is Masudur Chowdhury I'm an Management and Engineering Consultant with more than 7 years of experience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *