মানুষ কেন ব্যর্থ হয়।

অধিকাংশ মানুষ ছেকা খায়, ব্যর্থ হয় কেন।

কারনঃ সে লক্ষ্যের বিপরীত জিনিসগুলোর মধ্যে ডুবে যায়। তার লক্ষ্যের অনুকুল না, তার লক্ষ্যের বিপরীত।

আমরা যখন তরুন ছিলাম তখন একটি ছবি ছিল। কেন ছবিটা আমার মনে দাগ কেটেছে। মানুষ যে এরকম আহম্মক হতে পারে। ছবির নায়ককে দেখে প্রথম বুঝলাম। নায়ক হচ্ছে এভিয়েশন রিপোটার। এভিয়েশন রিপোর্ট যেহেতু করেন, সেহেতু বিমান বালাদের সাথে স্বাভাবিক ভাবেই সম্পর্ক।

তো এখন একজনের সাথে সে যাচ্ছে, তার খুব ভালো লাগলো। যেতে যেতে আরেকজনকে দেখলো, দেখে ভালো লেগে গেলো। তাকে বাদ দিয়ে ঐদিকে আসা শুরু করলো।

এবং তার জীবনে স্থিরতা ছিলনা। আসলে লক্ষ্যের বিপরীত অনেক চাকচিক্য আসবে আপনার সামনে। প্রত্যেকের সামনে আসে, এমন কোন মানুষ নাই যার সামনে লক্ষ্যের বিপরীত চাকচিক্য আসে না।

যখন চাকুরী আসে তখন আপনি চাচ্ছিলেন একটা চাকরি,  জব হলে আমার জন্য ভালো হতো। চাকুরী হলো দেখা গেলো এর চেয়ে batter offer চলে আসল। যেই মুহুর্তে আপনি কনফিউজড। সেই মুহুর্তে আপনি হেরে গেলেন।

অনেকে বিয়ে করতে পারেনা। একজন কে দেখল, দেখে ভালো লাগল। এর মধ্যে আবার আরেকটা প্রস্তাব এলো। এখন প্রত্যেকের ভালো তো আলাদা। তাকেও ভালো লেগে গেলো। আপনি কনফিউজড হয়ে গেলেন। মোটামুটি সিদ্ধান্তে ছিলেন।

এই যে লক্ষ্য, লক্ষ্যের বিপরীত কোনকিছুর সাথে যখন আপনি জড়িয়ে পরবেন তখন আপনি হেরে যাবেন।

মির্যা গালিব গজল লিখতেন। গালিবের গজল উর্দূ ভাষায় খুব বিখ্যাত। তো উনার গজলের

  • যাচ্ছিলাম মসজিদের দিকে। যখন যাওয়া শেষ করলাম দেখলাম আমি পৌছে গেছি এক পাঠশালায়।
  • একটা সভ্যতা যে পতন হয় এ কারনে হয়।
  • গালিব বাহাদুর সময়কার কবি। ইংরেজরা যখন শাসন করছেন।

তো আপনি যাচ্ছেন মসজিদে, আর চলে যান যদি পাঠশালার তো কী হবে, পতন হবে। আমাদের ২০০ বছরের গোলামের ইতিহাস এই কারনে।

  • যদি মসজিদের দিকে যান লক্ষ্যটা তাহলে মসজিদের দিকেই থাকতে হবে।
  • গিয়ে উঠলেন পাঠশালায়, ভাগ্যের দোষ দেবেন, আমার কপাল খারাপ। না আপনার কপাল খারাপ না। আপনার চরিত্র খারাপ।
  • আসলে আমরা কপালের দোষ দেই, কপালের দোষ না। দোষ হচ্ছে কর্মের।

অধিকাংশ জীবনের যে ব্যর্থতা কারন এটাই।

আরো পড়ুন

সুন্দর করে কথা বলে মানুষের মন জয় করার টিপস

টাকা দিয়ে টাকা বানানোর উপায়, কীভাবে ইনভেস্ট করে ধনী হবেন।

Tw3press

My name is Masudur Chowdhury I'm an Management and Engineering Consultant with more than 7 years of experience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *