কম্পিউটার ডিগ্রি ছাড়াই, সাতটি অধিক চাহিদা সম্পন্ন it চাকুরী

কম্পিউটার ডিগ্রি ছাড়াই, সাতটি অধিক চাহিদা সম্পন্ন it চাকুরী

কম্পিউটার ডিগ্রি না থাকার পরেও, আপনি IT সেক্টরে চাকরি পেতে পারেন। সাতটি অধিক চাহিদা সম্পন্ন IT চাকুরি। যা আপনি আপনার দক্ষতার উপর ভর করে চাকুরী পেতে পারেন।

  1. Software engineer : কম্পিউটার ডিগ্রি থাকলে আপনার জন্য Beneficial, but that isn’t mandatory. অনেক সফলতা অর্জনকারী software developer রয়েছে। তারা নিজে থেকে দক্ষতা অর্জন করেছে।
  2. Web developer : অনেকে Tutorial and course দেখে HTML, CSS, javascript and programing langauge C ,C++, Python শিখে এখন web developing জগতে রাজ করছে।
  3. Cybersecurity : প্রথম অবস্থায় ট্রেনিং CCNA, Microsoft Certified, বা CompTIA A+, আপনার ক্যারিয়ার শুরুর মাধ্যম হতে সহায়তা করবে।
  4. Data Analysis : আপনার ডিগ্রি থাকলে তা আপনাকে সহায়তা করবে, তবে Technology company যেমন google, microsoft, yahoo তারা ডিগ্রি এর থেকে দক্ষতা কে বেশি প্রাধান্য দিয়ে থাকে। Data analysis tools python, SQL and R.
  5. It support: এর মূল বিষয় হলো সমস্যার সমাধান করা।  CompTIA থেকে কোর্স করে একটি certificate নিবেন, যা আপনাকে it support এর দক্ষতা অর্জনে সহায়তা করবে। এবং আপনি it এর বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন।
  6. Network administrator: কোন প্রতিষ্ঠানের একসাথে অনেকগুলো কম্পিউটার ম্যানেজ করাই হলো নেটওয়ার্ক Administrator. CCNA, Microsoft Certified, বা CompTIA A+ ট্রেনিং কোর্স আপনাকে ক্যারিয়ার শুরু করতে সহায়তা করবে।
  7. Data scientist : যদি আপনার ডিগ্রি থাকে তাহলে আপনি advantage পেতে পারেন। তবে এই ফিল্ডে যেতে হলে আপনার,  Mathmatics, static and programming  এর ভালো দক্ষতা থাকতে হবে তাহলে আপনি Data scientists হতে পারেন।

Tw3press

My name is Masudur Chowdhury I'm an Management and Engineering Consultant with more than 7 years of experience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *