১৮তম শিক্ষক নিবন্ধন করার বিজ্ঞপ্তি প্রকাশ NTRCA circular 2024

১৮তম শিক্ষক নিবন্ধন করার বিজ্ঞপ্তি প্রকাশ  NTRCA circular 2024

Non Government Teachers Registration and certification authority ( Ntrca)

শিক্ষক নিবন্ধন একটি প্রক্রিয়া যার মাধ্যেমে যোগ্য ব্যাক্তিকে স্কুল ও কলেজে শিক্ষক ও শিক্ষিকা হিসেবে চাকুরী প্রদানে সহায়তা করে।

শিক্ষক নিবন্ধন আবেদনের যোগ্যতা pdf :

১৮তম শিক্ষক নিবন্ধন করার বিজ্ঞপ্তি প্রকাশ NTRCA circular 2024 pdf

শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়মাবলি

Ntrca তিনটি স্টেপে পরীক্ষা নিয়ে থাকে।

  1. প্রিলিমিনারি
  2. লিখিত
  3. মৌখিক

যথাক্রমে, ১০০ নম্বরের MCQ  প্রিলিমিনারি পরীক্ষায় উত্তির্ন হলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং লিখিত তে উত্তির্ন হতে পারলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। মৌখিক পরীক্ষায় ভালো করলে শিক্ষক নিবন্ধন পেয়ে যেতে পারেন।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া:

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করুন http://ntrca.teletalk.com.bd/

এই ওয়েবসাইটে যেয়ে আবেদন ফরম সঠিকভাবে পূরন করুন।

আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে ৩৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন এর সময় সীমা

নয় নভেম্বর সকাল নয়টা থেকে তিরিশ নভেম্বর পজন্ত। আবেদনকারী যোগ্য প্রাথীদের পরীক্ষার সময়সূচি মোবাইলে এস এম এস, দৈনিক নিউজপেপার ও NTRCA এর ওয়েবসাইট এর মাধ্যেমে জানিয়ে দেওয়া হবে।

Tw3press

My name is Masudur Chowdhury I'm an Management and Engineering Consultant with more than 7 years of experience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *