100+ ছেলেদের ইসলামিক সুন্দর নাম অর্থসহ

আপনি কি আপনার ছেলে শিশুটির জন্য সুন্দর ও ইসলামিক অর্থপূর্ণ নাম খুঁজছেন? তাই আজকের পোস্টে আমাদের আয়োজন ছেলেদের ইসলামিক সুন্দর নাম অর্থসহ। 

একটি শিশু জন্ম নেওয়ার পর বাবা-মা যে কাজটি করে থাকে তা হলো সুন্দর নাম রাখা সন্তানের জন্য। একটা সন্তানের জন্য সুন্দর নাম যেমন জরুরি তেমনি জরুরি নিজেদের ধর্মের দিকটি খেয়াল রেখে একটি ইসলামিক সুন্দর নাম রাখা।

নাম এমন একটি বিষয় যা মানুষের পরিচয় ধারণ করে। সে কোন ধর্মের তা বোঝায় একটি নাম। যতদিন সে বেঁচে থাকে এ নাম তার সাথেই বেঁচে থাকে। তাই নাম রাখার ব্যাপারে সচেতন হওয়া উচিত প্রত্যেকের।

ছেলেদের কিছু ইসলামিক সুন্দর নাম ও নামের অর্থসহ নিচে দেওয়া হলো:

এখন মানুষ ইসলামিক নাম রাখার ব্যাপারে অনেক সচেতন। তারা চায় তাদের সন্তানের নাম সুন্দরের পাশাপাশি তা হোক কোনো নবী বা সাহাবাদের নামে। আমাদের ইসলাম ধর্মে অনেক নবী-রাসুল এবং সাহাবাদের সুন্দর সুন্দর নাম রয়েছে।

এমন অনেক নাম ইসলামে রয়েছে যেগুলোর অর্থ খুবই সুন্দর কিন্তু তারপরও সেগুলো রাখা যাবে না যেমন: এক ব্যক্তির নাম ছিল “মালিকুল আমলাক” ছিল যার অর্থ “বাদশাদের বাদশা”। একমাত্র আল্লাহ ছাড়া প্রকৃত বাদশা কেউ নেই। তাই এই ধরনের নাম মানুষের রাখলে তার ভিতরে গোস্বা বা অহংকার সৃষ্টি হতে পারে। আর অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। 

একটি পরিবার শিশুর নাম রাখার ব্যাপারে অনেক আগ্রহী থাকে যার কারণে তারা চায় তাদের শিশুটির নাম অন্য শিশুদের তুলনায় অনেকটা আলাদা হোক বা ভিন্ন। এ কারণে তারা মাঝে মাঝে এত বিশাল শব্দের আর উচ্চারণে কঠিন নাম রেখে থাকেন যা প্রথম বার শোনার পর কেউ তা মনে রাখতে পারে না। তাই নামের ব্যাপারে অবশ্যই এমন নাম রাখতে হবে যা বলতে ও শুনতে শ্রুতিমধুর শোনায় এবং দ্বিতীয়বার বলতেও যেন ভাবতে না  হয়। যেসব নাম বলতে ও ভাবতে সময় নেই মানুষ সে নামগুলো মনে রাখতে পারে না।

ছেলে শিশুর সুন্দর নাম অর্থসহ 

  • ওয়াসীফ: গুণ বর্ণনাকারী।
  • হুসাম : তলোয়ার।
  • হালাবা : একজন সাহাবির নাম।
  • আইনুদ্দীন: দিনের আলো।
  • আউলিয়া : আল্লাহর বন্ধু।
  • আওয়ায়েস : বিখ্যাত সাহাবির নামি।
  • ইদ্রিস : একজন নবী নাম।
  • ইব্রাহিম : একজন নবীর নাম।
  • উসামা : সিংহ।
  • কাসিম : বণ্টনকারী।
  • নাদীম: সঙ্গী।
  • নাফীস : উত্তম।
  • পারভেজ সফল।
  • ফয়সাল : মজবুত।
  • ফরিদ : আলাদা।
  • এরশাদুল হক : প্রকৃত পথ প্রদশক।
  • জাকী : তীক্ষ্ম বুদ্ধিসম্পূর্ণ।
  • ইব্রাহিম: একজন নবীর নাম।
  • দিলদার: পছন্দনীয় একজন।
  • নাইম: আরাম।
  • ফারুক : সত্য ও মিথ্যা।
  • ভেদকারী মামুন সুরক্ষিত।
  • মুরাদ : আকাঙ্খা।
  • মুশফিক বন্ধ।
  • রবীউল হাসান ইসলামের।
  • বসন্তকাল।
  • রাফি: উচু।
  • রায়হান। সুগন্ধ ফুল।
  • তাহের: পবিত্র।
  • দিলোয়ার সাহসী।
  • দাইয়ান: বিচারক।
  • নাঈম: স্বাচ্ছন্দ্য।
  • বাশার: সুখবর আনয়নকারী বোরহান প্রমাণ।
  • মাসুম: নিষ্পাপ।
  • রিয়াদ-বাগান।
  • ফুয়াদ :অন্দর।
  • বশীর : সুসংবাদবহনকারী।
  • মাসুদ : সাক্ষী।
  • রিহান: রাজা।
  • রুকুদ্দীন: দ্বীনের স্ফুলিঙ্গ।
  • লোকমান: জ্ঞানী ।
  • যাকী: মেধাবী।
  • মুস্তাফিজ : উপকৃত।
  • রঈসুদ্দীন : দ্বীনের সাহায্যেকারী।
  • ফাহাদ : সিংহ।
  • ফাহিম : বুদ্ধিমান।
  • নাবীল : আদশ লোক।
  • ফতে : বিজয়ী।
  • মাহবুর : প্রিয়।
  • মাহির : দক্ষ।
  • মুজাম্মিল : জড়ানো।
  • হাফিজ : রক্ষাকারী।
  • হাসান : উত্তম।
  • রশিদ : ধার্মিক।
  • নাসির : সাহায্য।
  • মুবারক : ভাগ্যবান।

পরিশেষে

কোরআন বা হাদিসে কোনো নাম দেখলেই তা আমাদের সন্তানের জন্য রেখে দেওয়া উচিত নয়। কারণ অনেক কোরআনে খারাপ লোকদের নামও এখানে এসেছে। তাই নাম রাখার ব্যাপারে কোনো ইসলাম সম্পর্কে জ্ঞান রাখা বা ইসলামিক বিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করা উচিত।

Tw3press

My name is Masudur Chowdhury I'm an Management and Engineering Consultant with more than 7 years of experience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *