আসসালামু আলাইকুম, আসা করি সবাই ভালো আছেন।
জন্ম নিবন্ধন বা জন্ম সনদ একটি প্রাথমিক নাগরিকত্ব সারটিফিকেট, যা আমাদের পরবর্তিতে স্কুল, কলেজ ও ভোটার আইডি কার্ড তৈরিতে কাজে লাগবে। তাই জন্ম নিবন্ধন বা জন্ম সনদে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম সঠিকভাবে লিখতে হবে। জন্ম নিবন্ধন যাচাই করে জেনে নিতে হবে, সঠিক আছে না ভুল আছে, এখন অনলাইন এ জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
আজকে জানব কীভাবে আপনি অনলাইনে মোবাইলের মাধ্যেমে জন্ম নিবন্ধন যাচাই করবেন।
ধরে নিলাম এগুলো আপনার কাছে আছে আপনি online birth registration check করবেন।
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের Chrome ব্রাউজার ওপেন করবেন। এবং search বারে লিখবেন
তাহলেই দেখতে পাবেন আপনার জন্ম নিবন্ধন এর তথ্য।
জন্ম নিবন্ধন যাচাই
birth registration check
আসা করি আপনি জন্ম নিবন্ধন যাচাই করতে পেরেছেন। কোন কিছু জানার থাকলে আেপনি কমেন্ট করতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দিব।
Tag: Birth registration check online, জন্ম নিবন্ধন অনলাইনে চেক করুন মোবাইল দিয়ে, জন্ম নিবন্ধন চেক করতে কি কি লাগবে।