Lifestyle

কম্পিউটার সাধারন জ্ঞান বিষয়ক প্রশ্ন উত্তর | Computer General knowledge

  1. বর্তমানের এই আধুনিক যুগে কম্পিউটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেশিন। অফিস আদালত সহ বিভিন্ন ব্যবসাকারী প্রতিষ্ঠান পরিচালনা করা হয় কম্পিউটার এর মাধ্যমেই।

বিভিন্ন প্রতিযোগীতামুলক নিয়মিত আসে সাধারন জ্ঞান , প্রতিযোগীতায় জিততে হলে জানতে হবে সাধারন জ্ঞান, তার একটি অংশ কম্পিউটার বিষয়ে সাধারন জ্ঞান।

 

  1. কম্পিউটার শব্দের অর্থ হলো গননাকারী যন্ত্র।

  2. হাওয়ার্ড আইকিন কম্পিউটার আবিষ্কার করেন।

  3. আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।

  4. কম্পিউটার জগতের কিংবদন্তি বলা হয় বিল গেটস কে।

  5. বুদ্ধিবিবেচনা নেই কম্পিউটারের।

  6. RAM হলো Random Access Memory

  7. ROM হলো Read only memory

  8. CPU হলো কম্পিউটার এর central processing Unit

  9. তথ্যের ক্ষুদ্রতম একক হলো ডাটা।

  10. কম্পিউটারের দুটি অংশ হার্ডওয়্যার ও সফটওয়্যার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *