covid-19: করোনা ভাইরাস, অমিক্রন কী কেন কীভাবে লক্ষন প্রতিকার এবং ইতিহাস।

করোনা ভাইরাস এটি চায়নায় জন্ম,  কিন্তু বংস বিস্তার চায়না সহ পৃথিবীর ছোট বড় কমবেশি সকল দেশেই রয়েছে এর বিস্তার। থামানো যাচ্ছে না এখন এর আরেক ছোট ভাই অমিক্রন,  করোনা ভাইরাস এর নতুন ভেরিয়েন্ট।

covid19 বা করোনা ভাইরাস কী কেন কীভাবেঃ

করোনা ভাইরাস এটি একটি মারাত্মক ভাইরাস যা মানুষের ফুসফুস কে আক্রমন করে। ফলে মানুষের শ্বাস নিতে অসুবিধা হয়, এবং এই জন্যই করোনা ভাইরাস এর লক্ষন হিসেবে কাশি চিহ্নিত করেছেন গভেষক রা।

করোনা ভাইরাস থেকে পরিত্তান পেতে নিয়মিত নিযের যত্ন নিন। বিষেশ করে বয়ষ্ক মানুষদের এবং যারা পুর্বে থেকে কোন রোগে আক্লান্ত তাদের প্রতি বিশেষ ভাবে খেয়াল রাখা প্রয়োজন।

covid19 বা করোনা ভাইরাস এর লক্ষন

গবেষকরা গবেষণা করে করোনা ভাইরাস এর লক্ষন চিহ্নিত করেছেন

করোনা ভাইরাস এর প্রধান লক্ষন হলো হালকা জ্বর থেকে ধিরে ধিরে কাশি দিয়ে শুরু করে এবং ফুসফুস কিংবা শ্বাসনালীর ক্ষতি করে।

পরে ধীরে ধীরে আক্লান্ত ব্যক্তি দুর্বল হয়ে পড়ে।

করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায়।

রক্ষা পাওয়ার প্রধান উপায় হলো নিজেই নিজের take care করা।

নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তার জন্য আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারেন, পড়লে আপনার ৫ বার ওজু করা লাগবে এতে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন, নামাজ একটি ভাল ব্যায়াম আপনার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খুবই জরুরি। এবং সাথে আল্লাহ তাআলা র হুকুম পালন করা হয়ে গেল।

বাইরে গেলে মাক্স পরিধান করা।

করোনা ভাইরাস এ আক্লান্ত হলে করনীয় কী

করোনা পরীক্ষা করে যদি পজিটিভ আসে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

আক্লান্ত ব্যাক্তি কে আলাদা রুমে থাকার ব্যবস্তা করতে হবে, যাতে অন্য কোন ব্যক্তি আক্লান্ত না হয় সেজন্য।

আক্লান্ত ব্যক্তির সঠিকভাবে যত্ন নিতে হবে।

পুষ্টিকর খাবার খেতে হবে।

এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।

covid19 vaccine করোনা ভাইরাস এর টিকা

করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করার জন্য গবেষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল covid19 vaccine,  করোনা ভাইরাস এর টিকা দেয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, এবং মানুষ তারাতাড়ি সুস্থ হয়ে ওঠে।

বাংলাদেশ অনেক দেশেই covid19 vaccine দেওয়া হয়েছে।

 

Tw3press

The Latest insights of Knowledge Connection and opportunities.

Leave a Reply