হীরা বা ডায়মন্ডের উপকারীতা এবং ব্যবহার।

হীরা বা ডায়মন্ড কেন আমরা পড়ব, এটা পড়লে কী হয়। হীরা আসলে মানব জীবনে কতটা কাজ করতে পারে।

হীরা বা ডায়মন্ডের উপকারীতা এবং ব্যবহার।

বিশেষ করে বলা যায় হীরা রুপ লাবন্য বৃদ্ধি কারক। যেমন অনেক সময় দেখা যায় কোন মানুষের বয়স ৫০ বছর কিন্ত তাকে দেখে মনে হয় তার বয়স ৩৫ বছর।
আবার অন্যদিকে একজনের বয়স ২৫ বছর কিন্তু তাকে দেখে মনে হয় তার বয়স ৩৫ বছর।
বা অল্প বয়সের বেশি বয়স মনে হয়, বেশি বয়সে অল্প বয়স মনে হয়।

এটা যাদের শুক্র ভাল থাকে তাদেরকে কোম বয়সী মনে হয়।
অথাৎ, যৌবনকে ধরে রাখতে সাহায্যে করে হীরা।

হীরা মানবধারনকারীর রুপ লাবন্য এবং যৌবন ধরে রাখে।

প্রাচীনকালে রাজা মহারাজারা হীরের আংটি পড়তো। এবং পাঁচ টি সাতটি বিয়ে করতো। তারপরও তারা কখোন ও টলেনি বা বেশি বয়সী মনে হয়নি বা অল্প বয়সে বৃদ্ধ হয়নি।

হীরা ধারনকৃত মানব নীরোগ সুন্দর দেহ বিশিষ্ট ও আকর্ষনিয় চেহারার অধিকারী হয়ে থাকে।
হীরা ধারনকারী নর নারী রা অবৈধ প্রেমে লিপ্ত হওয়ার থেকে অনেকাংশে বাচে।

তাছাড়া বাস্তব জীবনে হীরা ধারনকারী মানবেরা সাধারনত লিডারশীপ এ শেরা যেমন স্কুল এর প্রধান শিক্ষক, থানার কমিশনার, এলাকা মহল্লার সভাপতি হত্যাদি।

মুলত হীরা নর নারীর যৌবন ধরে রাখতে খুব ভাল কাজ করে। এবং ধন, সম্পদ বৃদ্ধিতে কাজ করে।

Leave a Reply