SSC তথা মাধ্যমিক পরীক্ষায় ভালো করার টিপস সহ ফলাফল দেখুন।

SSC তথা মাধ্যমিক পরীক্ষায় ভালো করার টিপস সহ ফলাফল দেখুন।

S.S.C means Secondary School Certificate

জে. এস. সি এর পরে এস. এস. সি তে ভর্তি হওয়ার প্রক্রিয়া : জে. এস. সি পরীক্ষার পরে একি স্কুলে নবম শ্রেণিতে ভর্তি হতে হয়। মূলত নবম শ্রেণির আর দশম শ্রেণির পড়া একি। নবম শ্রেণিতে তিনটি গ্রুপ থাকে মানবিক, ব্যবসা ও বিজ্ঞান বিভাগ। যে যার যার পছন্দ মত গ্রুপ বেছে নেয়। এবং দশম শ্রেণিতে গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

SSC তথা মাধ্যমিক এর ক্লাস রুটিন :

গ্রুপ ভিত্তিক যে যে বিষয় গুলো থাকে সেগুলো হচ্ছে – ভূগোল, ইতিহাস, পৌরনীতি, (মানবিক)অর্থনীতি (অপশনাল),   হিসাব বিজ্ঞান, ব্যবসায়ী শিক্ষা,  ফ্রীন্যান্স ব্যাংকিং,  (ব্যবসায় শিক্ষা)   উচ্চতর গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান (বিজ্ঞান বিভাগ) এছাড়াও রয়েছে ইংরেজি, বাংলা, পাটিগণিত, বীজগণিত, আনন্দপাঠ, কম্পিউটার শিক্ষা ইত্যাদি অত্যাবশকীয় বিষয়।  আবার সাধারণ বিজ্ঞান বিষয়টি কর্মাস ও আর্টস এর জন্য কম্বলসারি এবং বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে সামাজিক বিজ্ঞান।

 

সপ্তাহে পাঁচ দিন স্কুল খোলা থাকে।  ওই পাঁচ দিনে উপরে উল্লেখিত বিষয় গুলো ভাগ করে প্রতিদিন সাত ঘন্টা করে ক্লাস হয়। এবং সপ্তাহে একদিন ইস্কুলের বাগানের কাজ করানো হয়।

 

SSC তথা মাধ্যমিক পরীক্ষার সিলাবাস:

এক একটি গ্রুপের এক একটি সিলেবাস হয় গ্রুপের বিষয় অনুযায়ী। যেমন – মানবিক বিভাগের জন্য এক রকম, ব্যবসায় শিক্ষার জন্য এক রকম এবং বিজ্ঞান বিভাগের জন্য আরেক রকমের সিলেবাস। তবে কিছু কিছু বিষয় সামঞ্জস্য রয়েছে যে গুলো সব বিভাগের জন্য আব্যশিক বিষয় অর্থাৎ বাংলা,  ইংরেজি, গণিত এসব বিষয় এর সিলেবাস মিল রয়েছে।

 

SSC তথা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার উপায় :

পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং ক্লাসে প্রতিদিনের টা প্রতিদিন  নিয়মিত পড়ালেখা শিখে যেতে হবে।  ভালো ফলাফল করার জন্য টিউশন ও করতে হবে যাতে করে শিক্ষার্থী একটা ভালো গাইড লাইন পেতে পারেন। এবং অবশ্যই পড়াশোনায় মনোযোগী হতে হবে।  ভালো ফলাফল করতে বেশি পড়তে হবে এমন কোন কথা নাই। ডেইলি ১ – ২ ঘন্টা ভালো করে পরলেও ভালো ফলাফল করা যায়।

ভালো ফলাফল করার অন্যতম আরেকটি উপায় হলো  বাসায় যে কয়েক ঘন্টা পড়বে! সেটাকে কয়েক স্তরে সময়টাকে ভাগ করে নেওয়া যাতে করে এক টানা পড়ে কেউ বিরক্ত না হয় কিংবা এক ঘেয়ামি না লাগে!

 

পরীক্ষায় ভালো করার টিপস :

পরীক্ষায় ভালো করার জন্য ছোট্ট ছোট্ট টিপস অবলম্বন করা উচিত সেগুলো হচ্ছে পরীক্ষার সময় নতুন কোন কিছু পড়া যাবে না। যা পড়ার পরীক্ষার আগে শিখে ফেলতে হবে পরীক্ষার সময় শুধু রিভিশন দিবে। পরীক্ষার সময় অনেকেই নার্ভাস হয়ে পড়া গুলায় যেতে পারে। যাদের এই সমস্যা টা রয়েছে তাদের করণীয় হচ্ছে মেইন  টপিক্স গুলো মনে রাখা এতে করে শিক্ষার্থী পড়া ভুলে গেলেও নিজের মত করে যেন গুছিয়ে লিখতে পারে।

 

এস.এস.সি এর রেজাল্ট:

এইচ.এস.সি এর মতো এস. এস.সি পরীক্ষার ও দুই মাস পরেই রেজাল্ট প্রকাশিত হয়!

অফলাইন রেজাল্ট দেখার নিয়ম : স্কুলে  গিয়েই এস. এস. সি র রেজাল্ট দেখা যায়।

 

অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম :

http://www.educationboardresults.gov.bd/   এই ওয়েবসাইট এ গিয়ে আপনার রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, র্বোড, Passing year, Examination select করে ‍submit দিলেই আপনার রেজাল্ট দেখতে পারবেন।

 

আরও পড়ুন:

উচ্চমাধ্যমিক পরীক্ষার ভালো করার টিপস সহ রেজাল্ট দেখুন নিজের চোখেই।