ভোটার আইডি কার্ড দেখার নিয়ম এবং মোবাইল এ সেভ করুন আপনার Nid card

আপনি কি আপনার ভোটার আইডি কার্ড বা Nid card ডাউনলোড করার সহজ উপায় খুঁজছেন? প্রযুক্তির অগ্রগতির সাথে, important documents গুলো অনলাইনে অ্যাক্সেস করা অনেক সহজ হয়ে উঠেছে। এই পোস্টে, আমরা আপনার ভোটার আইডি কার্ড বা NID কার্ড দেখা এবং ডাউনলোড করার প্রক্রিয়া, সেইসাথে প্রক্রিয়াটিকে আরও সহজ করার জন্য কিছু অন্যান্য সহায়ক টিপস এবং কৌশলগুলি জানানোর চেষ্টা করব। চল শুরু করা যাক!

ভোটার আইডি কার্ড দেখা এবং মোবাইলে সেভ ও ডাউনলোড করার উপায়ঃ

  1. প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশন nidbd এর ওয়েবসাইট https://services.nidw.gov.bd/nid-pub/https://services.nidw.gov.bd/nid-pub/ এ যান।
  2. রেজিস্ট্রার করুন এ ক্লিক করুন। তারপর একটি ফরম আসবে।
  3. জাতীয় পরিচয় নম্বর/ ফরম নম্বর এর জায়গায়, আপনার যদি জাতীয় পরিচয় নম্বর থাকে, তাহলে জাতীয় পরিচয় নম্বর বসাবেন। জাতীয় পরিচয় নম্বর না থাকলে আপনার ভোটার ফরম এর নাম্বার বাসাতে হবে।Nid date of birth

ভোটার আইডি কার্ড সেভ করার জন্য আপনার জন্ম তারিখ বসান

তারপর আপনার জন্ম তারিখ বসাতে হবে। প্রথমে দিন – মাস – বছর বসাবেন।

  1. তারপর একটি ক্যাপচা আসবে, বিভিন্ন সংখ্যা বা অক্ষরের, সেটি সঠিকভাবে বসাবেন।
  2. পরবর্তী এ ক্লিক করবেন।
  3. এবং আর একটি ফরম আসবে।

ভোটার আইডি কার্ড দেখার জন্য রেজিষ্ট্রেশন সম্পন্য করতে আপনার ঠিকানা বসান

  1. এখানে আপনার বর্তমান ও স্হায়ী ঠিকানা বসাতে হবে।
  2. বর্তমান ঠিকানার ক্ষেত্তে আপনি একন যেখানে আছেন সেখারকার ঠিকানা দিবেন। যেমন যদি ঢাকায় থাকেন তাহলে ঢ়াকায় যেখানে আছেন সেখানকার। বিভাগ, জেলা এবং উপজেলা।
  3. স্হায়ী ঠিকানার ক্ষেত্তে আপনি যেখানে জন্মগ্রহন করেছিলেন সেখানকার ঠিকানা। যেমনঃ যদি আপনার জন্মস্হান দিনাজপুর জেলা হয় তাহলে সেখানকার বিভাগ জেলা এবং উপজেলা সিলেক্ট করতে হবে।
  4. তারপর পরবর্তী তে ক্লিক করবেন।

Nid card মোবাইলে এ সংগ্রহ করতে আপনার phone verification সম্পন্য করুনঃ

Nid card download mobile verification code

  1. তারপর আপনার মোবাইল নম্বর এর কিছু নাম্বার দেখাবে এবং দেখবেন আপনার নাম্বার এর সাথে মিল আছে কিনা। মিল থাকলে বার্তা পাঠান এ ক্লিক করবেন। মিল না থাকলে মোবাইল পরিবর্তন এ ক্লিক করে আপনার সঠিক নাম্বার দিন। তারপর বার্তা পাঠান এ ক্লিক করুন।
  2. আপনার ফোনে একটি 6 ডিজিটের একটি মেসেজ জাবে।
  3. আপনার মোবাইলে যাচাইকরন কোডটি দিন একটি ফরম আসবে। সেখানে আপনার মোবাইলে যাওয়া কোডটি বসান। তারপর বহাল এ ক্লিক করুন।

ভোটার আইডি কার্ড দেখা এবং সংগ্রহ করার জন্য Nid wallet apps download করুন

  1. Nid wallet apps install করতে হবে। আপনার মোবাইলের play store এ গিয়ে nid wallet লিখে search দিলে চলে আসবে,তারপর install এ ক্লিক করবেন। install হয়ে যাবে।
  2. অ্যাপস টি ওপেন করবেন। Langauge এ ক্লিক করে agree and continue এ ক্লিক করবেন
  3. দেখতে পাবেন please scan qr code from services.nidw.gov.bd/nid-pub
  4. এখানে আপনার QR Code scan করতে হবে। অথবা ওয়েবসাইড থেকে কপি করে।  apps এর মধ্যে code এ ক্লিক করে Qr code paste করতে হবে।

Nid wallet face verification করুন

  1. তারপর start face scan এর option আসবে। Turn on এ ক্লিক করুন।
  2. তারপর আপনার camera open হয়ে যাবে। এবং আপনার চেহারা ডানে বায়ে এবং মধ্যখানে কিছুক্ষণ ক্যামেরার সামনে নিতে হবে টিক চিহ্ন আসলে হয়ে যাবে।Nid wallet face verification
  3. আপনার মোবাইলের ব্রাউজারে আপনার ভোটার আইউি কার্ড বা nid card দেখতে পাবেন। এবং আরো অনেকগুলো option দেখতে পাবেন,  সবার নিচে একটি ডাউনলোড option পাবেন।
  4. জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এ ক্লিক করুন, আপনার ভোটার আইডি কার্ড আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে pdf আকারে। তারপরে আপনি যেকোন কম্পিউটার এর দোকানে যেয়ে প্রিন্ট করে নিতে পারবেন, আপনার ভোটার আইডি কার্ড।

আরও পড়ুন⇒

জন্ম নিবন্ধন যাচাই। অনলাইনে আপনার জন্ম নিবন্ধন চেক করুন।

Tw3press

My name is Masudur Chowdhury I'm an Management and Engineering Consultant with more than 7 years of experience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *