মজাদার সাধারন জ্ঞান লেটেস্ট ২০২২

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান সবার জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন। এবং যদি নিজেকে সময়ের সাথে আপডেট রাখতে চাও তাহলে সাধারণ জ্ঞান চচ্চা করো নিয়মিত।

  1. মাছ কীভাবে ঘুমায়? উঃ মাছ চোখ খোলা রেখে ঘুমায়।
  2. কোন গাছের পাতা থেকে গাছ জন্ম নেয়? উঃ পাথরকুচি।
  3. বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায়? উঃ শাহবাগ ঢাকা।
  4. কোন প্রানী দাড়িয়ে ঘুমায়? উঃ ঘোড়া।
  5. কোন গাছ কাঁদে? উঃ লরেল গাছ।
  6. পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কী? উঃ হামিং বার্ড।
  7. পাখির রাজা বলা হয় কাকে? উঃ ঈগল।
  8. আকাশের রং কী? উঃ নীল।
  9. কোন গাছের পাতা হয় না? উঃ ফনীমবসা।
  10. কাচা কলার রং কী? উঃ সবুজ।
  11. পাকা কলার রং কী? উঃ হলুদ।
  12. রংধনুতে কয়টি রং থাকে? উঃ সাতটি।
  13. সবচেয়ে উচুতে উড়তে পারে কোন পাখি? উঃ ঈগল।
  14. দুধের রং কী? উঃ সাদা।

বাংলাদেশ বিষয়ে সাধারন জ্ঞান।

  1. বাংলাদেশের জাতীয় পতাকার রং কী? উঃ ঘন সবুজের মাঝখানে গাঢ় লাল বর্নের গোলাকার।
  2. বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার কে ছিলেন? উঃ চিত্রশিল্পী কামরুল হাসান।
  3. পতাকার ঘন সবুজ অংশ দারা কী বোঝানো হয়েছে? উঃ বাংলাদেশের সবুজ শ্যামল প্রকৃতিকে বোঝানো হয়েছে।
  4. পতাকার লাল বৃত্ত দারা কী বোঝানো হয়েছে?  উঃ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রক্তকে বোষানো হয়েছে।
  5. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? উঃ ২ রা মার্চ ১৯৭১ সালে।
  6. বাংলাদেশের জাতীয় পতাকার সর্বপ্রথম কে উত্তোলন করেন? উঃ আ.স.ম আব্দুর রব।
  7. কোন কোন দিনে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা হয়? উঃ শহীদ দিবস ও সরকার কর্তৃক শোক দিবসে।
  8. জাতীয় ঐতিহাসিক দিবস কবে? উঃ ৭ মার্চ এর ভাষন এখন ঐতিহাসিক জাতীয় দিবস।
  9. আমাদের দেশের নাম কী? উঃ বাংলাদেশ।
  10. বাংলাদেশের পূর্ব নাম কী? উঃ পূব পাকিস্তান।
  11. বাংলাদেশের রাজধানীর নাম কী? উঃ ঢাকা।
  12. বাংলাদেশের প্রাচীন নাম কী?  উঃ জাহাঙ্গীরনগর।
  13. বাংলার প্রথম স্বাধীন মুসলিম সুলতানের রাজধানী কোথায় ছিল? উঃ সোনারগাঁও এ।
  14. ঢাকা কোন নদীর তিরে অবস্থিত?  উঃ বুড়িগঙ্গা নদীর তিরে।
  15. ঢাকা শহরকে কিসের শহর বলা হয়? উঃ মুসলিম শহর বলা হয়।
  16. বাংলাদেশের রাষ্টভাষা কী? উঃ বাংলা।
  17. বাংলাদেশের বিজয় দিবস কবে পালন করা হয়? উঃ ১৬ ডিসেম্বর।
  18. মুজিব শতবর্ষ ঘোষণা করা হয় কবে? উঃ ১২ জানুয়ারী ২০১৯ সালে।
  19. বাংলাদেশের স্হপতি কে? উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
  20. ভাষা আন্দোলন হয় কত সালে? উঃ ১৯৫২ সালে।
  21. আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস কবে?  উঃ ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
  22. বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের নাম কী?  উঃ সালাম, বরকত, রফিক, জব্বার শফিউরসহ আরো অনেকজন।
  23. কেন্দ্রীয় শহীদ মিনার কোথায়? উঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে।

আরও পরুন

 

Tw3press

The Latest insights of Knowledge Connection and opportunities.

Leave a Reply