বিজনেস প্ল্যান কেন লিখবেন এবং ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব কি | Business Plan in Bangla
লেডিস এন্ড জেন্টালমেন যে কোন ব্যবসায় সফল হতে চাইলে একটি লিখিত বিজনেস প্লান বা ব্যবসায় পরিকল্পনা থাকতে হবে। যে কেউ চাইলে যেকোনো ধরনের ডিগ্রি ছাড়া ব্যবসা শুরু করতে পারবে। কিন্তু একটি ব্যবসায় সফল হতে চাইলে একটি লিখিত বিজনেস প্লান থাকা চাই।
অনেকেই এ বিজনেস প্লান অতিরিক্ত ঝামেলা মনে করে। এবং ব্যবসা শুরু করার আবেগে এই গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে যায়।
একটি বিজনেস প্লান এ ব্যবসার সকল দিক সমূহ নিয়ে আলোচনা করা হয়। একটি পরিপূর্ণ বিজনেস প্লান সাধারণত ব্যবসা শুরু করা থেকে লাভ করা পর্যন্ত সকল দিকের একটি ম্যাপ বানানো থাকে।
বিশেষভাবে
এবং আরো অনেক কিছু বিষয় বিবেচনা করতে আপনি বাধ্য থাকবেন।
ব্যবসা শুরু করতে কি কি সমস্যা রয়েছে। পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে এই রকম সম্ভাব্য সমস্যার একটি ধারণা আপনি খুঁজে পাবেন। যা সমাধানের মাধ্যমে আপনার ব্যবসাটি সফল হবে।
উদ্দেশ্যহীন যাত্রা কোনদিনই সফল হয় না। ঠিক তেমনি আপনি যখন ব্যবসা করবেন তখন আপনার যদি কোন প্ল্যান না থাকে তবে সেই ব্যবসা সফল নাও হতে পারে।
ইত্যাদি নানা বিষয় জানার জন্য আপনার ব্যবসা একটি লিখিত পরিকল্পনা থাকা চাই। তাছাড়া আপনার কাছে যখন একটি লিখিত প্লান থাকবে তখন আপনি নিজেকে নিজেই অনুপ্রাণিত করতে পারবেন।
আপনার যদি নিজের টাকা না থাকে। তবে আপনার বিনিয়োগকারীর দরকার হতে পারে। এক্ষেত্রে আপনার ব্যবসার একটি রোডম্যাপ হতে পারে আপনার বিজনেস প্লান। এছাড়া আপনি যদি ব্যবসার জন্য পার্টনার খুঁজে থাকেন। তবে এর জন্য আপনার একটি লিখিত বিজনেস প্লান থাকা লাগবে।
যে কোন ব্যবসায় বিজনেস প্লান একটি দলিল এর মতন কাজ করে। ব্যবসাটি বর্তমানে কোন অবস্থানে রয়েছে। সামনে পদক্ষেপ কি কি ইত্যাদি জানা যায়। এছাড়া পরবর্তীতে আপনি যদি ব্যবসা বিক্রি করে দিতে চান। তবে এই বিজনেস প্লান ব্যবসাকে সঠিক মূল্যায়ন করতে পারবে।