ব্যবসায় সফল হওয়ার 7 উপায় | ব্যবসা শুরু করার আগে কৌশল জেনে নিন | ব্যবসার আইডিয়া | Business Ideas

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।আজকে আপনাকে জানাবো ব্যবসা সফল হওয়ার জন্য সাতটি উপায়। ব্যবসা সফল করার জন্য এই সাতটি টিপস, যারা ব্যবসা করতে চান সবারই জানা উচিত।

ইতিমধ্যে তার ব্যবসা শুরু করেছেন। এছাড়া যারা ব্যবসা শুরু করতে চান। সবার জন্য এই সাতটি টিপস খুবই গুরুত্বপূর্ণ।

চলুন তাহলে দেখা যাক ব্যবসায় সফল হওয়ার 7 উপায়ঃ

১. দক্ষতা ও অভিজ্ঞতা।

দক্ষতা ও অভিজ্ঞতার অভাবে ব্যবসা বেশিরভাগ সময়ই ব্যর্থ হয়। তাই ব্যবসায় নামার আগে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তবেই আপনি ব্যবসায় সফলতা অর্জন করবেন।

২. ধৈর্যশীল হওয়া।

ব্যবসায়ীকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। কারণ ব্যবসা শুরুতে কোন ভুলের কারণে ব্যবসা হোঁচট খেতে পারেন। এক্ষেত্রে ধৈর্য ধারণ করে পুনরায় ব্যবসা শুরু করতে হবে।

৩. পণ্য ও সেবার মান গুণগত হতে হবে।

আপনার ব্যবসার পণ্যের মান যেন গুণগত মান সম্মত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নয়তো প্রতিযোগিতার বাজারে টিকতে পারবেন না। গ্রাহক আকৃষ্ট হবে না।

৪. কৌশলী হতে হবে।

ব্যবসা সফল হতে হলে আপনাকে সময়ের সাথে পাল্লা দিয়ে আপনার মার্কেটিং কৌশল পরিবর্তন ও নতুন কৌশলী হতে হবে। এক্ষেত্রে আপনাকে প্রতিযোগীদের নিয়ে গবেষণা করতে হবে।

৫. যথাযথ মূল্য নির্ধারন করতে হবে।

ব্যবসায় সফল হতে হলে আপনার পণ্য উপযুক্ত মূল্য নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে আপনার বাজার গবেষণা করে উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য করে মূল্য নির্ধারণ করতে হবে। আপনি যদি অতিরিক্ত মূল্য নির্ধারণ করেন তাহলে গ্রাহক আপনার পণ্য ক্রয় করবে না। ফলে লোকসানে পড়তে পারেন।

৬. পণ্য ও সেবা উন্নত করতে হবে।

গ্রাহক ধরে রাখতে পণ্য বা সেবার মান উন্নত করতে হবে। এক্ষেত্রে গ্রাহকদের মতামতের ভিত্তিতে পণ্য বা সেবার মান উন্নত করতে হবে।

৭. মিতব্যয়ী হতে হবে।

ব্যবসায় শুরুতে আসবাবপত্র বা অন্যান্য সরঞ্জাম ক্রয় করার সময় যথাসম্ভব মিতব্যয়ী হতে হবে। তাছাড়া পণ্য উৎপাদনের সময় যেন অতিরিক্ত খরচ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

যে সাতটি ব্যবসা করার উপায় আপনাদের শেয়ার করলাম, যদি আপনারা এই সাতটি বিষয় মেনে ব্যবসা করেন আপনারা সফল হবেন ইনশাল্লাহ।

জেনে নিন বিক্রয় করার কৌশল – দাম না কমিয়ে কিভাবে বেশি সেলস করবেন | সেলস কৌশল | Sales Formula

Tw3press

My name is Masudur Chowdhury I'm an Management and Engineering Consultant with more than 7 years of experience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *