এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা হবে না। SSC, HSC | BD Education News Bangla

এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা হবে না।

করোনার কারণে এর সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাস চলছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের আগামী আগস্ট এর মাঝামাঝি যথাক্রমে অনুষ্ঠিত হবে এই দুই পাবলিক পরীক্ষা.

অধ্যাপক তপন কুমার সরকার, বাংলাদেশ শিক্ষা বোর্ড জানিয়েছে ,

চলতি বছরের এসএসসিতে হবেনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম বিষয়ের পরীক্ষা।

আর এইচএসসিতে হবেনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা।

  • 9 টি পত্রের পরীক্ষা হবে এবং বাকি তিনটি পত্রে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন হবে তিনটি পত্র হল ধর্ম, আইসিটি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
  • মান বন্টন হবে 50 নম্বরের তবে পরীক্ষার সময় হবে দুই ঘন্টা নির্বাচনী পরীক্ষা না থাকলেও থাকছে প্রস্তুতিমূলক পরীক্ষা।

আমাদের এখানে ব্যবহারিক পরীক্ষা আছে

  • সেখানে নাম্বার হবে 45। 30 হবে CQ তে , এবং 15 হবে mcq তে।

আর যেখানে ব্যবহারিক পরীক্ষা নাই

  • সে বিষয়গুলোতে নাম্বার হবে 55। 40 হবে CQ তে , এবং 15 হবে mcq তে।
  • আমরা নির্বাচনী পরীক্ষা নিব না।
  • আমরা সকল পরীক্ষার্থীকে বৈধ রেজিস্ট্রেশন করার সুযোগ দেব।

এবং আমরা একটি পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষা নিব। নির্বাচনী পরীক্ষার বিকল্প হিসাবে। কোন বিষয়কে বাদ না দিয়ে, নির্দিষ্ট কয়েকটি বিষয়ে মূল্যায়ন এর দায়িত্ব বোর্ড এর পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠান হাতে ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষা গবেষকরা।

2023 সাল থেকে এসএসসি ও এইচএসসি তে সব বিষয়ে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

Tw3press

My name is Masudur Chowdhury I'm an Management and Engineering Consultant with more than 7 years of experience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *